Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপ্ন পূরণ! রাষ্ট্রপতির থেকে সাইকেল উপহার পেলেন রিয়াজ

রিয়াজ ২০১৭ সালে, দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদকও জিতেছিল।


স্বপ্ন পূরণ! রাষ্ট্রপতির থেকে সাইকেল উপহার পেলেন রিয়াজ 


বিহারের মধুবনী জেলার বাসিন্দা রিয়াজ দিল্লির সর্বোদয়া বাল বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বাবার সামর্থ্য না থাকায় সাইকেলিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে সাইকেল কেনার ইচ্ছায় খাবার দোকানে বাসন মাজার কাজ উপার্জন করতে বেঁছে নেয়। উপার্জিত টাকা তুলে দেয় তার বাবার হাতে। ধার করা সাইকেল নিয়ে প্র্যাকটিস চালায় সে। মিডিয়ায় প্রকাশিত খবরের মাধ্যমেই রিয়াজের সম্পর্কে জানতে পারেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার কোবিন্দ উপহার হিসেবে তাকে একটি সাইকেল দেন। 


এদিন, রিয়াজের হাতে সাইকেল তুলে দিয়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের কথা ও বিশ্ব চাম্পিয়ান হওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সবিতা কোবিন্দও। 


রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই বোন ও এক ভাইকে নিয়ে তার বাবা-মা মধুবনীতে থাকেন। রিয়াজ গাজিয়াবাদের মহারাজপুরের একটি বাড়িতে ভাড়া থাকে। ছেলেটি অবসর সময় একটি খাবারের দোকানে বাসন মাজার কাজ করে।


রিয়াজ ২০১৭ সালে, দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদকও জিতেছিল। কোচ প্রমোদ শর্মার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে তাঁকে প্রশিক্ষণ দেন কোচ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code