Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখী পূর্ণিমাতেও শুনশান জয়গুরু আশ্রম

রাখী পূর্ণিমাতেও শুনশান জয়গুরু আশ্রম




নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি, ৩ আগস্টঃ  আজ রাখি পূর্ণিমা। ছোট থেকে বড়ো সবাই এই উৎসবে মেতে ওঠে। অনেক ছাত্র- ছাত্রী সকালে ঘুম থেকে উঠে স্নান করে স্কুল,কলেজ, টিউশন বা কোনও ধর্মীয় স্থান যেতে শুরু করে। এককথায় প্রত‍্যেক বৎসর রাখি পূর্ণিমা উৎসব খুব ভালোই কাটে সকলের। কিন্তু এবার করোনা যেন সবকিছুই পালটে দিয়েছে। 


প্রত‍্যেক বৎসর ময়নাগুড়ির ব্লকের সাপ্টিবাড়ীর এই  জয়গুরু আশ্রমে শতাধিক ভক্তের সমাগম ঘটে। ভক্তদের সমাগমে রাখি উৎসব যেন পরিপূর্ণ  হয়। সকাল থেকে ঠাকুরের পূজা শুরু হয় এবং বিকেলে প্রসাদ বিতরণ। কিন্তু এবার তার উল্টো চিত্র। রাখী পূর্ণিমাতেও শুনশান মন্দির।

স্থানীয় জগন্নাথ রায় জানিয়েছেন, করোনার জন্য এবারের রাখী উৎসব বন্ধ করা হয়েছে। তবে মাস্ক পরে  সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code