রাখি বন্ধন উৎসব পালন করল বিশ্বহিন্দু পরিষদ, বজরংদল
নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ
আজ রাখি বন্ধন উৎসব। করোনার জেরে এবারের রাখি বন্ধন উৎসবে আনন্দের ছাপে অনেকটা ভাঁটা পড়ে গেছে। এদিন, দিনহাটা চৌপথিতে COVID 19 স্বাস্থ্য বিধি মেনে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বিশ্বহিন্দু পরিষদ,বজরংদল এর পক্ষ থেকে।
বিভিন্ন ধর্মের মানুষকে রাখি পরিয়ে দিয়ে বৈচিত্র্যের মাঝে ঐক্য স্থাপন এবং মাস্ক বিতরণ কর্মসূচিও পালন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সম্পাদক অভিজিৎ সাহা, সহ সম্পাদিকা চন্দনা বর্মন, প্রখন্ড প্রমুখ (সহ) দীপায়ন চক্রবর্তী ,কৌশিক সূত্রধর,অরুণ রায় এবং বিশ্ব হিন্দু পরিষদ এর অন্যান্য কার্যকর্তাগণ।
বিশ্ব হিন্দু পরিষদের এক কার্যকৰ্তা জানান সকল বর্ণের হিন্দুদের একটাই পরিচয় হিন্দু এবং হিন্দুরা সম্প্রীতির সুস্থ বাতাবরণে বিশ্বাস রাখে।
তিনি আরো জানান আগামী 5ই অগাস্ট, বুধবার,2020, বহুপ্রতিক্ষিত সকল হিন্দুদের গর্ব মর্যাদা পুরুষত্বম প্রভু শ্রীরাম এর ভূমি পূজনের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হবে, অযোধ্যায়।সেইদিন দুপুর বেলা শঙ্খনাদ এবং সন্ধ্যাবেলা নিজ নিজ বাড়িতে, মঠে, মন্দিরে প্রদীপ প্রজ্জলনের আহ্বান করে বিশ্বহিন্দু পরিষদ, দিনহাটার সকল হিন্দু ধর্মালম্বী মানুষেদের প্রতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊