করোনা প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সিপিআইএমের লাগাতার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
শচীন পাল, সংবাদ একলব্যঃ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করার লাগাতার কর্মসূচি গ্রহণ করেছে CPIM । করোনা আবহে মানুষকে আরও বেশি করে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে সিপিআইএমের উদ্যোগে লাগাতার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মেদিনীপুর শহরে দলের পূর্ব এরিয়া কমিটির অন্তর্ভুক্ত এলাকার ১৪টি ওয়ার্ডে করোনা আবহে সচেতনতা বৃদ্ধির জন্য, প্রচার প্রচারপত্র বিলি, মাস্ক বিলি এবং প্রেসার নির্ণয়ও অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের পরিমাণ মাপার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার শহরের ১২ নম্বর ওয়ার্ডের বটতলা সংলগ্ন এলাকায়, বাড়ি বাড়ি গিয়ে পরিবার পিছু পাঁচটি করে মাস্কের সাথে একটি করে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারপত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে জণগণের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রবিবার একই ধরনের কর্মসূচি শহরের দর্জিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। আগামী কয়েক দিন দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি মাস্ক বিলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুকুমার আচার্য, এরিয়া কমিটির সদস্য কুন্দন গোপ,সৌমদেব অধিকারী, পবন মুখী সহ এলাকার পার্টি কর্মীরা। দলের নেতা কুন্দন গোপ বলেন, করোনা রোধে ব্যর্থ কেন্দ্র ও রাজ্যসরকার,উপযুক্ত পরিকাঠামো এখনও গড়ে তুলতে পারে নি, জনগণকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হচ্ছে,তাই সর্বস্তরের মানুষকে সচেতন করতে আমারা এই ধরনের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊