VIVO নয় নতুন টাইটেল স্পনসর IPL-এ


পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার বর্বরোচিত হামলায় ভারতীয় জওয়ানের মৃত্যু ও ভারত-চিন সীমান্তে সংঘাতের জেরে দেশজুড়ে বয়কট চায়না দাবি ওঠার পর আইপিএল এর টাইটেল স্পনসর থেকে সড়ে দাঁড়ায় ভিভো। তারপরেই নতুন স্পনসর নিয়ে শুরু গুঞ্জন। 


অবশেষে নতুন স্পনসর হিসেবে 'ড্রিম ১১' সংস্থাকে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 


আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে।