প্রত্যেক ভারতীয়কে করোনা টিকা দেওয়ার রূপরেখা তৈরি: মোদি
সংবাদ একলব্যঃ
দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস করোনার জেরে কিছুটা সংকীর্ণ হলেও সারা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সকালে পতাকা উত্তোলনের পর জাতীর উদ্দ্যেশে সপ্তম বার ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন, তিনি করোনা ভ্যাকসিন গবেষণার কথা জানান। এদিন করোনার টিকা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “একটা নয়, দেশে তিন তিনটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। গবেষকরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের সবুজ সংকেত পেলেই শুরু হবে গণ উৎপাদন।” পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন প্রত্যেক ভারতবাসীর কাছে টীকা পৌঁছে দিতে রূপরেখা তৈরি করেছে সরকার। নির্দিষ্টভাবে কিছু না বললেও নরেন্দ্র মোদি এদিন জানান, দেশে তিন তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে।
করোনা পরিস্থিতিতে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এন ৯৫ মাস্ক উৎপাদন, পিপিই কিট এবং ভেন্টিলেটর তৈরিতে ভারত যে সাফল্য অর্জন করেছে, তা গর্বের সঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতে আগে মাস্ক, পিপিই, ভেন্টিলেটর তৈরি হত না। অতিমারীতে ১৩০ কোটির ভারত শুধু দেশের জন্যই মাস্ক, পিপিই তৈরি করেনি বরং বিশ্বকেও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। তিনি বলেন, এখন শুধু ‘মেক ইন ইন্ডিয়া’-র পথ অনুসরণ করলে চলবে না ভারতের নতুন মন্ত্র হবে ‘মেক ফর ওয়ার্ল্ড’।
প্রসঙ্গত, করোনা সংক্রমণে কুপোকাত বিশ্ব। পিছিয়ে নেই ভারতও। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ। কেন্দ্র সরকার লক ডাউন থেকে বেড়িয়ে আনলকে হাঁটলেও করোনা কিন্তু এখনও বাগে আসেনি। উল্টে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়েই চলছে। এমন পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার গুলো নিজ নিজ রাজ্যে পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে, করোনা থেকে বাঁচতে ভ্যাকসিনের ওপর ভরসা করে গবেষণার দিকে তাকিয়ে আছে বিশ্ব। যদিও প্রথম ভ্যাকসিনের ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু কানাডা, আমেরিকা, ব্রিটেন এই ভ্যাকসিনের ওপর আস্থা রাখতে পারছেন। বিশেষজ্ঞদের একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠে এসেছে এই ভ্যাকসিন নিয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊