বিকল্প পন্থায় পোস্টকার্ডে প্রতিবাদ শ্রমিক সংগঠন টি ইউ সি সির 

শুভজিত দত্তগুপ্তঃ 

সর্ব ভারতীয় শ্রমিক সংগঠন টি ইউ সি সির  উদ্যোগে কয়লা ,বিদ্যুৎ ,ব্যাঙ্ক ,বীমা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণের বিরোধিতা করে এবং অসংগঠিত ও পরিযায়ী শ্রমিক কল্যানে নানা দাবী কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ২০ লক্ষ পোস্টকার্ড পাঠানোর কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে টি ইউ সি সির  সদস্যরা এই অভিনব পোস্টকার্ড প্রতিবাদের কর্মসূচী আরম্ভ করেছেন। সারাদেশে এই কর্মসূচী পরিচালিত হচ্ছে সংগঠনের সাধারণ সম্পাদক এস পি তিওয়ারির নেতৃত্বে। 

পশ্চিমবঙ্গে এই কর্মসূচীর সূচনা করে সংগঠনের রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান ,পূর্বে বিভিন্ন বিষয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করলেও বর্তমান পরিস্থিতিতে এই বিরোধিতা অত্যন্ত প্রাসঙ্গিক,টি ইউ সি সি চিরকাল ই কোনো দলীয় রাজনৈতিক স্বার্থ না দেখে শুধুমাত্র শ্রমিক স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করে গেছে  এবং আগামী দিনেও তাদের সংগঠন সেই পন্থা অবলম্বন করেই কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ্য বামপন্থী দল ফরোয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন হিসাবে পরিচিত টি ইউ সি সি ফরোয়ার্ড ব্লকেরসঙ্গে আইনগত বিচ্ছেদ ঘটিয়ে স্বতন্ত্র শ্রমিক সংগঠনের স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচী গ্রহণ করলো।