Latest News

6/recent/ticker-posts

Ad Code

যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে দিতে গুগলের নতুন অ্যাপ Kormo Jobs Google's new app Kormo Jobs to find jobs according to qualifications


যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে দিতে গুগলের নতুন অ্যাপ "Kormo Jobs"

SANGBAD EKALAVYA:

ভারতে চাকরিপ্রার্থীদের তাদের যোগ্যতানুযায়ী কাজের সন্ধান দেওয়ার জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google লঞ্চ করলো "Kormo Jobs" নামের অ্যাপ। প্রসঙ্গত, গুগল ২০১৮ তে সর্বপ্রথম বাংলাদেশে এবং পরে ইন্দোনেশিয়ায় এই Kormo Jobs অ্যাপটি লঞ্চ করেছিল। এই অ্যাপ লঞ্চের মাধ্যমে গুগল এদেশের অন্যান্য জব সার্চ পোর্টাল যেমন মাইক্রোসফট অধীনস্থ লিঙ্কডইন, টাইমস জব, নকরি, সাইন ডট কমের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করলো।


এই অ্যাপটিতে কয়েক মিনিটেই নিজের প্রোফাইল তৈরী করা যায় এবং অ্যাপটিতে ডিজিট্যাল সিভি বানানোরও অপশন থাকছে যেটি শেয়ার বা প্রিন্ট করার সুবিধা পাওয়া যাবে। Kormo Jobs অ্যাপটি আপনার প্রোফাইলে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, স্কিলস ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে জব রেকমেন্ড করবে এবং সেইমতো চাকরিতে আবেদনের সুযোগ দেবে।

এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটির বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এখানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code