রাতের অন্ধকারে এক বিঘা পটল ক্ষেত কেটে নিলো দুষ্কৃতীরা

কাজল দে, সংবাদ একলব্যঃ  লকডাউনের বাজারে সব্জিমূল্য আকাশছোঁয়া। অনেক জায়গায় সবজি সহজলভ্য নয়। এই দুর্মূল্যের বাজারে এক ব্যবসায়ীর এক বিঘা পটলক্ষেত কেটে নেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির মাগুরমারী এলাকায়। 



ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারী এলাকার বিপুল রায় সামান্য জমিজামার উপর নির্ভর করে সংসার চালান। তিনি এক বিঘা জমিতে পটল করেছেন। বর্তমানে বাজারে পটল এক কেজির মূল্য ৫০-৬০ টাকার মতো। কিন্তু গভীর রাতে দুষ্কৃতিরা তার পটল ক্ষেত কেটে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিপুল রায়ের অভিযোগ, তাঁর অর্ধেক পটল ক্ষেত কেটে দেওয়া হয়েছে এবং বাকি পটল ক্ষেতে কীটনাশক দিয়ে লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতীরা।