করোনা আক্রান্ত পৃথিবীর দ্রুততম মানুষ, রয়েছে হোম আইসোলেশনে
Usain Bolt has tested positive for coronavirus days after partying with guests, including England and Manchester City footballer Raheem Sterling, for his 34th birthday in Jamaica.
ওয়েবডেস্ক, সংবাদ একলব্যঃ
এবার করোনা আক্রান্ত উইসেন বোল্ট। গত দিন তিনেক আগেই ৩৪ বছরে পা দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে করোনা আবহের মাঝেও বন্ধু বান্ধব নিয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। আর তার জেরেই ঘটল বিপত্তি, হলেন করোনায় আক্রান্ত।
বোল্ট করোনা আক্রান্তের খবর নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানান। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। গত শনিবার তাঁর করোনা পরীক্ষা হয়। রবিবার অর্থাত্ ২৩ অগাস্ট সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতে সেলফ-আইসোলেশনে রয়েছেন বোল্ট। একইসঙ্গে তিনি উপসর্গহীন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বোল্ট জানান, 'কঠিন সময়ে দায়িত্ববোধের পরিচয় দিয়ে বাড়িতেই একান্তে আছেন। আমার শরীরে কোনওরকম উপসর্গ না থাকায় স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন। তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রকের প্রোটোকলের অপেক্ষায় রয়েছেন। তবে নিরাপদ থাকতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোল্টের জন্মদিনের পার্টির ভিডিও। নেই সামাজিক দূরত্ব নেই মাস্ক। পার্টিতে মানা হয়নি কোনোরুপ কোভিড মোকাবিলার বিধিনিষেধ। জানা গেছে, বোল্টের পরিবার বন্ধুদের তরফে বোল্টের জন্মদিনের সারপ্রাইজ পার্টি ছিল এটি। এই পার্টিতে স্টার্লিং, গেইল, বায়ার্ন লেভারকুসেন স্ট্রাইকার লিও বেইলি উপস্থিত ছিলেন।
Usain Bolt's bday party. No social distance, NO masks! 😳😠 pic.twitter.com/ogqUvk1i9r
— Verna Reid (@verna_reid) August 23, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊