জলপাইগুড়ি ভিআরপি জেলা সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি।

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ 

ভিআরপি সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে এদিন জেলা পরিষদের দপ্তরে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন। কমিটির আহ্বায়ক জানান ভি আর পি কর্মীরা চরম দুর্দশাগ্রস্ত হয়ে আজ জলপাইগুড়ি জেলা পরিষদের কাছে দ্বারস্থ হয়েছেন বর্তমান পরিস্থিতির কারণে আজ বাধ্য হয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করতে এসেছেন তারা, তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে ভিআরপি কর্মীদের একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসেন এবং সেই সময়ে তাদের সব দাবি- দাওয়া পুরন করা হবে বলে আশ্বস্ত করেছিলেন বলে জানান সংগঠনের আহ্বায়ক। 


প্রসঙ্গত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উনার দেওয়া প্রত্যেকটি কাজ বিভিন্ন রকম প্রজেক্ট এর কাজ তারা করে যাচ্ছেন যেমন এন এ সি পি থেকে শুরু করে এন আর জি এস এর কাজ তারা করে আসছেন এছাড়াও বিভিন্ন জায়গাতে সোশ্যাল অডিট এর কাজও করে থাকেন তারা, এছাড়াও তার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে যে সার্ভের কাজ শুরু হয়েছে তাতেও নিযুক্ত করা হয়েছিল এই ভি আর পি কর্মীদের। তাদের আজ মূলত একটাই দাবি দৈনিক তাদের যে ১৭৫ টাকা নির্ধারিত করে দেওয়া হচ্ছে তাতে এই করোনা মহামারী অবস্থাতে দৈনিক জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে তাই সংগঠনের পক্ষ থেকে করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন জানানো হয় এই সমস্ত দাবিগুলো মেনে যদি তাদের পাশে মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অনেকটাই উপকৃত হবেন ভি আর পি কর্মীরা। কারণ তারা বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে জব কার্ড থেকে শুরু করে অন্যান্য যাবতীয় রাজ্য সরকারের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো করেন। 


আজ নিরুপায় হয়ে সমস্ত দাবি-দাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদে আধিকারিক এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তাই প্রদান করলেন ভি আর পি কর্মীরা।