প্রেসিডেন্ট ট্রাম্পকে (DONALD TRUMP) উল্লু বললেন এক আমেরিকান তরুণী 


সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর ভোটের আগে উপদেষ্টার পদত্যাগে জোর ধাক্কা খেয়েছে ট্রাম্প। 



জো- বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেছে। শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। আর নির্বাচনী প্রচারে এবার ভারত-কেও তুলে ধরছে আমেরিকা। ট্রাম্পের তরফে নির্বাচনী প্রচারে ভারত সফরের নমস্তে ট্রাম্পের ভিডিও দেখানো হচ্ছে পাশাপাশি, অন্যদিকে জো বিডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উঠে আসছে। তাছাড়াও, এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস তুলে ধরছেন ভারতে কাটানো ছেলে বেলার কথা। 



এদিকে, আমেরিকার এক তরুণী এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে 'উল্লু' বলেই অভিহিত করলেন। তরুণী বলেন, যে সকল ভারতীয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে সাপোর্ট করছেন তাঁদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি, তিনি ঐ ভিডিও-তেই প্রসেডেন্ট ট্রাম্পকে উল্লু বলে অভিহিত করেন। প্রথমে ইংরাজিতে বলে সেটাকে হিন্দি-তেও বলেন তিনি।