ই-পাসপোর্ট e-passport  দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের


দেশের সমস্ত নাগরিকদের জন্য ই-পাসপোর্ট চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। ২০২১ সালের মধ্যে পরিকাঠামো তৈরির জন্য কোনও এজেন্সিকে দায়িত্ব হবে বলে খবর। 


আইটি পরিকাঠামো গড়ে তুলে নতুন পাসপোর্ট ও পুরোনো পাসপোর্ট রি- ইস্যু করার ক্ষেত্রে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ-সহ ই-পাসপোর্ট মিলবে এবার থেকে। এর ফলে একদিকে যেমন জাল পাসপোর্টের ঝামেলা এড়ানো সহজ হবে তেমনি দ্রুত অভিবাসন ব্যবস্থা হবে। 

এর আগে পরীক্ষামূলকভাবে কূটনৈতিক পর্যায়ে মাইক্রোপ্রসেসর চিপ বিশিষ্ট ২০ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। এবার দেশের সবার জন্য এই ব্যবস্থার কথা ভেবেছে সরকার। এজেন্সি নির্বাচন এবং উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। 

বিদেশমন্ত্রক এবং ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার এজেন্সি বাছাই করবে। এই পাসপোর্ট অনেকটা পারসোনালাইজ করা থাকবে। দিল্লি এবং চেন্নাইয়ে প্রাথমিকভাবে এই পাসপোর্ট তৈরি হবে। ক্রমে দেশের ৩৬টি পাসপোর্ট অফিসের সব ক’টিতে ই-পাসপোর্ট তৈরি করা হবে।