Amazon India to Launch Online Drug Store



অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজন [Amazon] এবার নতুন পালক জুড়লো । এবার অনলাইনে ক্রেতাদের জন্য ঔষধের অফুরন্ত সম্ভার নিয়ে এলো AMAZON। 

করোনা মহামারীতে যখন বিভিন্ন সময় লকডাউনে ঔষধের  জন্য বাড়ি থেকে বেড় হলেও পরিবহণের অভাবে  অসুবিধার সম্মুখীন হতে হয় তখন তাদের সুবিধা দেওয়ার জন্য এই নতুন ব্যবস্থা বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

অনলাইনে ঔষধ বিক্রির বাজারে ইতিমধ্যে পরিচিত কয়েকটি নাম medlife , netmeds, pharmesy প্রভৃতি, সেখানে Amazon Pharmacy কতটা বাজার ধরতে পারে এখন সেটাই দেখার। 


তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এখন শুধুমাত্র ব্যাঙ্গালোরেই এই পরিষেবা পাওয়া যাবে।