Latest News

6/recent/ticker-posts

Ad Code

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি, মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি!

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি, মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি!

Bula Chowdhury


পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি, মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি! সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার,রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপো,ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে।

হিন্দমোটরের দেবাইপুকুর বুলার বাড়ি।যার নাম "সুন্দর বাড়ি"। কলকাতায় থাকেন বুলা চৌধুরী। মাঝে মধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন।হিন্দমোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন। তারা জানায়, আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে।পুলিশে অভিযোগ করা হয়েছিল।পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল।কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল।তারপর ফাঁকাই থাকে বাড়ি। এবার পিছনের দরজা ভেঙে ঢোকে চোর।

চুরির অভিযোগ শুনে বুলার বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল,এসিপি আলি রাজা, ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস প্রমুখ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code