কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে  সিপিএম এর প্রতিবাদী সাইকেল মিছিল

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার 

২০ থেকে ২৬ শে অগাস্ট পর্যন্ত চলছে সিপিআইএম এর প্রতিবাদী সাইকেল মিছিল। সারা দেশে সিপিআইএম সংগঠনের পক্ষ থেকে চলছে প্রতিবাদ মিছিল।



মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতির বিরুদ্ধে সরব হয় আলিপুরদুয়ারের সিপিআইএম কর্মীরা।দৈনিক মজুরি বৃদ্ধি,বিদ্যুৎ বিল কমানো সহ মোট ১৬ দফা দাবি নিয়ে এদিন সিপিএম উত্তর পূর্ব ২ নং এরিয়া কমিটির তরফে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ভাটিবাড়ি তিলেরডাঙ্গা থেকে শুরু হয়ে টটপাড়া ১নং জিপির কার্জিপাড়া বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়।


এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কিশোর দাস,তাপস রায় সহ অন্যান্য নেতৃত্ব।