বর্ধমানে করোনা এন্টি বডি টেস্ট

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

প্রয়াতঃ কমরেড সন্তু দত্ত স্মরণে থাইরো কেয়ারের সহযোগিতায় করোনা এন্টি বডি টেস্ট ক্যাম্পের আয়োজন করল সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি।

আজ বর্ধমান সদর এলাকায় করোনা অ্যান্টিবডি টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয়।মূলত করোনার সামনের সারিতে থেকে যারা কাজ করছেন,যেমন স্যানিটাইজার করা, ত্রান দেওয়া, ব্যাংক কর্মী,পুলিশ, চিকিৎসক,এই ধরনের সামনের সারিতে থেকে যারা কাজ করছেন সেই সমস্ত মানুষদের এখানে এন্টি বডি টেস্ট করা হচ্ছে। এতে সেই সমস্ত মানুষরা বুঝতে পারবেন তাদের শরীরে কেমন ইউনিটি আছে।মানুষের সিগমা জাতে দূর করাযায়।বাঁশের বেড়া দিয়ে যেভাবে মানুষদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে মানুষদের আইসোলেট করা হচ্ছে এই চিন্তার বিষয়।এই ধরনের চিন্তা দূর করতে হবে।করোনা পজিটভ প্রেশেন্টদের চিকিৎসা দেওয়া, তাদের পাশে থাকা, তাদের বিভিন্নভাবে সাহায্য করা সবকিছুই করতে হবে এ বিষয়ে প্রশাসনের নজরদারির আবেদন করেন উদ্যোগতারা।