করোনা থেকে শিশুদের বাঁচাতে নয়া নির্দেশ WHO-এর 

webdesk: 

করোনা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে চলাই এক মাত্র উপায়। করোনা সংক্রমণ দিন দিন যে আকার নিচ্ছে তাতে ব্যহত হচ্ছে জনজীবন। ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা থেকে সবকিছুই। তবে, বেশি ব্যহত হচ্ছে শিশুস্বাস্থ্য বা ওই সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবাগুলি। এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার কথা ভেবে নতুন করে কয়েকটি জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


১২ বছর বা তার চেয়ে বড় শিশুদের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক করা জরুরি বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে তাঁদের ক্ষেত্রেও সতর্কতা গ্রহণ করা জরুরী। কোনও কারণ বশত ১২ বছর বা তার চেয়ে বড় শিশুরা একত্রিত হলে অন্তত পরস্পরের মধ্যে ১ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে।