Delhi to London—World's longest bus voyage to start in 2021
সুরশ্রী রায় চৌধুরীঃ
২০১৭,২০১৮ ও ২০১৯-এ দিল্লির বাসিন্দা তুষার ও সঞ্জয় মদান সড়ক পথে দিল্লি থেকে লন্ডনে গিয়েছেন তাদের গাড়িতে। এই অভিজ্ঞতার পরই ২০ জনের সঙ্গে বাসে করে যাত্রা সম্পূর্ণ করার পরিকল্পনা করেছেন তাঁরা। গুরগাঁও-এর অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড ট্রাভেলার কোম্পানি ১৫ অগাস্ট একটি বাস লঞ্চ করেছে, যার নাম 'বাস টু লন্ডন'।
এই বাসে চড়েই ৭০ দিনে লন্ডনে পৌঁছনো যাবে, সড়ক পথে। আর সফর হবে একমুখী। ৭০ দিনে দিল্লি থেকে লন্ডন পাড়িতে দিতে বাসের সওয়ারিদের অন্য ১৮ টি দেশের মধ্যে দিয়ে যেতে হবে। ভারত ছাড়াও এই দেশগুলির মধ্যে রয়েছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ড।
'বাস টু লন্ডন'-এ সফরের সময় যাত্রীদের সব ধরনের সুবিধা দেওয়া হবে। এই সফরের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বাস। থাকছে ২০ জন যাত্রীর বসার ব্যবস্থা। সমস্ত আসনই বিজনেস ক্লাসে। ২০ জন যাত্রী ছাড়াও বাসে থাকবেন আরও চারজন। তাঁরা হলেন, একজন চালক, একজন সহকারী চালক। আয়োজকদের পক্ষে এক ব্যক্তি ও একজন গাইড। ১৮ দেশ সফরে গাইড বদলে যাবে, এতে যাত্রীদের কোনও অসুবিধা হবে না। এই সফরের জন্য ১০ টি ভিসা প্রয়োজন। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ট্রাভেলার কোম্পানি যাত্রীদের ভিসার পুরোপুরি ব্যবস্থা করবে। দিল্লি থেকে লন্ডনে এই সফরের জন্য খরচ হবে ১৫ লক্ষ টাকা।
'বাস টু লন্ডন'-এর এই সফরের জন্য চারটি ক্যাটেগরি বেছে নেওয়া হয়েছে। কারুর সময় কম রয়েছে এবং তিনি লন্ডন পর্যন্ত সফর সম্পূর্ণ করতে পারবেন না, কিন্তু অন্য দেশ ঘুরে দেখতে চান, তাহলে তাঁকে অন্য ক্যাটেগরিতে অন্তর্ভূক্ত করা হবে। প্রত্যেক ক্যাটেগরির জন্য অর্থের পরিমাণ ভিন্ন। লন্ডন পর্যন্ত সফরের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হবে।
এই সফরের জন্য ইএমআই-এর বিকল্পও থাকছে। ৭০ দিনের এই সফরে যাত্রীদের সব ধরনের সুবিধা যাত্রীদের দেওয়া হবে। থাকবে হোটেলে থাকার ব্যবস্থা। ওই হোটেল হবে চার বা পাঁচ তারা। যাত্রীরা অন্য দেশে ভারতীয় খাবার খেতে চাইলে, সেই অনুসারে তা দেওয়া হবে। ২০২১-এর মে মাসে রেজিস্ট্রেশন শুরু করার পরিকল্পনা রয়েছে এই যাত্রার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊