চলে গেলেন কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগী
আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগী। জাতীয় সংবাদ মাধ্যমে, বিশেষত টিভি বিতর্কে পরিচিত মুখ রাজীব ত্যাগী। রাজীব ত্যাগীর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেসের অন্ধর মহল। ত্যাগী ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং উত্তরপ্রদেশ ইউনিটের মুখপাত্র। গাজিয়াবাদে মারা গেলেন তিনি।
শোক প্রকাশ করে কংগ্রেস ট্যুইট করেছে, শ্রী রাজীব ত্যাগীর আচমকা প্রয়াণে গভীর শোকাহত আমরা। একজন কট্টর কংগ্রেস, সত্যিকারের দেশপ্রেমিক। এই শোকের সময় তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি রইল আমাদের সমবেদনা, ভাবনা।আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন
সূত্রের খবর, তাকে তাত্ক্ষণিকভাবে গাজিয়াবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ রক্ষে হয়নি।
শেষ টুইতে তিনি জানিয়েছিলেন বিকাল ৫টায় একটি টিভি শো-তে আসছেন।
आज शाम 5:00 बजे आज तक पर रहूंगा। धन्यवाद।
— Rajiv Tyagi (@RTforINDIA) August 12, 2020
2 মন্তব্যসমূহ
Very sad
উত্তরমুছুনVery sad
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊