আলিপুরদুয়ার জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান করা হল গার্গী নার্জিনারীকে


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

অনুপ চক্রবর্তীকে বদলে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান করা হল গার্গী নার্জিনারীকে। সোমবার হাইকমান্ড থেকে এই বার্তা এসে পৌঁছায় বলে খবর।


বর্তমানে কামাক্ষাগুড়ি গার্লস হাইস্কুলের শিক্ষিকা তিনি। সাঁতালি বস্তির বাসিন্দা বড়ো উপজাতির গার্গীকে প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলর পদে বসেছিলেন অনুপ বাবু।৩বছরের মাথায় তাকে সরানোর পিছোনের সমীকরণ খুঁজছেন একদল মানুষ। কিন্তু নতুন চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন জেলার শিক্ষক মহল।


গার্গীর পিতা ধীরেন নার্জিনারী ছিলেন একজন শিক্ষক এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বলে জানা যায়।