কোভিড পজিটিভ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর



দিনের পর দিন বেড়েই চলছে করোনা। ছোট থেকে বড়, নেতা- মন্ত্রী থেকে সাধারন করোনার থাবা সর্বত্র। এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। টুইট করে নিজেই এই খবর দেন তিনি। পাশাপাশি, তিনি সংস্পর্শে আসা সকলকে সতর্ক করে দেন। 

এদিন তিনি টুইটে লেখেন, 

আমার আজ নভেল করোনার ভাইরাস পরীক্ষা করা হয়েছিল। আমার পরীক্ষার রিপোর্ট পজিটিভ।

আমি গত সপ্তাহে আমার সংস্পর্শে আসা সমস্ত সহকর্মী এবং সহযোগীদের কাছে আবেদন করছি যেন তারা তাদের পরীক্ষা করান। আমি আমার সংস্পর্শে আসা সকলকে অনুরোধ করছি অবিলম্বে কোয়ারান্টিনে থাকার জন্য।


জানা গেছে, পঞ্চকুলা কোভিড ল্যাবে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নমুনা পরীক্ষা হয়, আর রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট জানার পরই আইসোলেশনে চলে গিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, হরিয়ানার স্বাস্থ্যবিভাগ গত এক সপ্তাহে কারা মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন সেই তালিকা তৈরি করছে ৷