Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রসাশনের তরফে জেলা সহ অন্য জেলার সীমানায় লাগানো হয়েছে সীমানা নির্ধারক বোর্ড


প্রসাশনের তরফে  জেলা সহ অন্য জেলার সীমানায় লাগানো হয়েছে সীমানা নির্ধারক বোর্ড 


রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার: 

কোচবিহার জেলার পাঁচটি মহকুমায় রয়েছে ১৩টি সাধারণ থানা এবং ২টি মহিলা থানা। এই ১৩টি সাধারণ থানায় রয়েছে নির্দিষ্ট সীমানা। জেলাজুড়ে থানার নির্দিষ্ট সীমানায় লাগানো হয়েছে প্রসাশনের তরফে সিমানা নির্ধারক বোর্ড। 


সাধারণ মানুষ তথা যানবাহন চালকদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ। এরফলে কোন ঘটনা বা দূর্ঘটনা ঘটলে কোন থানায় যোগাযোগ করতে হবে এই সুবিধা হয়েছে সাধারণ মানুষ সহ অনেকের। এমনকি প্রতিবেশী জেলাগুলির সাথে যোগাযোগকারী রাস্তাতেও জেলার সীমানায় লাগানো হয়েছে এই বোর্ড। যা রাত্রেও দেখা যায় ঝকঝকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code