প্রথম ভ‍্যাকসিনের ওপর আস্থা নেই কানাডা, আমেরিকা ও ব্রিটেনের


 মঙ্গলবার গোটা বিশ্বকে চমক দিয়ে প্রথম করোনা ভ‍্যাকসিন তৈরির সাফল‍্যের কথা ঘোষনা করে রাশিয়া। যদিও করোনার এই ভ‍্যাকসিনের ওপর আস্থা নেই কানাডার। শুধু কানাডাই নয় কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা ও ব্রিটেনও।


যে দ্রুততার সঙ্গে রাশিয়া ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে, তাতে বিষ্ময় প্রকাশ করেন কানাডার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওয়ার্ড এনজু। তিনি বলেন,তথ্যের অভাব রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সম্প্রতি রাশিয়ার উদ্দেশে সতর্কবার্তার সুরে বলে, তারা যেন কোনওভাবেই তড়িঘড়ি ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে, প্রচলিত পথ থেকে সরে না আসে।


তাঁদের ভ‍্যাকসিন কাজ করছে, মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে বলেই রাশিয়ার দাবি। 


রাশিয়ার তৈরি এই ভ‍্যাকসিনের নাম দেওয়া হয়েছে স্পুটনিক ৫। ১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে প্রথমবার কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল রাশিয়া। সেই উপগ্রহের নাম ছিল 'স্পুটনিক ১'। তাই গতকাল ভ্যাকসিনের ঘোষণা করতে গিয়ে রাশিয়া জানিয়েছে, এটা তাদের ‘স্পুটনিক মুহূর্ত’! তবে দুমাসের মধ‍্যে ক্লিনিক‍্যাল ট্রায়াল শেষ হতে না হতে রাশিয়ার ভ‍্যাকসিন আবিস্কার নিয়ে নানা প্রশ্ন উঠলেও রাশিয়ার বক্তব‍্য ১৭৬৮ সালে স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার হোক কিংবা ১৯৫৭ সালে মহাকাশযান স্পুটনিকের উৎ‍ক্ষেপণ চমকে দিয়েছে বিশ্বকে। 


উল্লেখ‍্য, কোভিড ভ‍্যাকসিনের প্রথম টিকা গ্রহন করেছে রাশিয়ার প্রেসিডেন্টের মেয়ে। সে সুস্থ রয়েছে বলে জানা গেছে। এদিকে, খুব শীঘ্রই গণ উৎপাদনের পথে হাঁটবে রাশিয়া বলে খবর।