এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি হতে চলেছে মার্কিন মুলুক। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন উপরাষ্ট্রপতি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে মনোনীত করেছেন। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস হলেন প্রথম কালো চামড়ার ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী এবং মেজর পার্টির তৃতীয় মহিলা প্রার্থী।
ইন্দো-মার্কিন ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিসকে মনোনীত করার পর মঙ্গলবার টুইট বার্তায় জো বিডেন জানান, “আমার খুবই ভাল লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের মহিলা ও এই দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।”
I have the great honor to announce that I’ve picked @KamalaHarris — a fearless fighter for the little guy, and one of the country’s finest public servants — as my running mate.
— Joe Biden (@JoeBiden) August 11, 2020
ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে ১৯৬৪-র ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস।তাঁর বাবা আফ্রিকান জামাইকান অর্থনীতির অধ্যাপক ডোনাল্ড হ্যারিস ও মা ভারতীয় ক্যানসার বিশেষজ্ঞ শ্যামলা গোপালন। তাঁর দাদু পিভি গোপালন ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীকালে ভারত সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে চাকরি পেয়ে যান। ১৯৬০ সাল নাগাদ আফ্রিকার জাম্বিয়াতে যে শরণার্থী সমস্যা চলছিল, তার মধ্যস্থতার কাজে নিযুক্ত হয়েছিলেন পিভি গোপালন।
বুধবার ডেলাওয়্যার থেকে নিজেদের যৌথ প্রচার শুরু করবেন জো বিডেন ও কমলা হ্যারিস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊