করোনার আবহে ব্রাত্য সুপার হিরো,ছোটা ভীমরা।আজ রাখিবন্ধন উৎসব।তবুও বিকিকিনি নেই বিভিন্ন ধরণের রাখির পসরাতে।সোমবার আলিপুরদুয়ার জংশন রেল বাজারে এমনই ছবি দেখা গেল।এবছর রকমারি ডিজাইনের রাখির পাশাপাশি সুপার হিরো,ছোটা ভীম রাখি এনেছেন রাখি ব্যবসায়ীরা।কিন্তু দোকানে কেউ রাখি কিনতে আসছে না বলে জানান রেল বাজারের ব্যবসায়ীরা। করোনার জন্য এবার তাদের ব্যবসার বিশাল ক্ষতি হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে সকল জেলাবাসীকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানালো আলিপুরদুয়ার জেলা পুলিশ।আলিপুরদুয়ার জেলা পুলিশ রাখি বন্ধন উৎসবকে একটু অন্যভাবে পালন করেন।জেলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধনের পরিবর্তে মাস্কবন্ধন হিসাবে উদযাপন করে জেলা পুলিশ।এদিন জেলা পুলিশের তরফে সকল জনসাধারণকে মাস্ক উপহার দেন এবং মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।স্যোশাল মিডিয়ায় সেই সকল ছবি শেয়ারও করে জেলা পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊