ছয়তলা বিল্ডিং-য়ের পরিস্থিতি বিপজ্জনক, দ্রুত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে জানালো পৌরসভা 

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

পূর্ব বর্ধমান শহরের বর্ধমান রেল স্টেশন ঢোকার মুখেই পালিকাবাজারে বহু প্রাচীন  ছয়তলা একটি বিল্ডিং পরিস্থিতি খুবই খারাপ। এই বিল্ডিংয়ের নিচেই ছোটো বড় অনেক দোকান আছে এবং স্টেশনের মূল প্রান্ত বিভিন্ন মানুষজন এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যাতায়াত করে প্রচুর যানবাহন যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে। 


স্থানীয় দোকানদারদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই বিল্ডিংয়ের গা দিয়ে চাঙ্গর খসে পরে। এই খসে পরা চাঙ্গরের আঘাতে যখম হয়েছেন পথচলতি সাধারন মানুষ । পরিস্থিতি এতটাই খারাপ যে, যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয় ব‍্যাবসায়ীরা। এদিন তারা আরও বলেন এর আগে অনেকবার বিল্ডিং কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।


বিল্ডিং কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে পৌরসভার দায়িত্বে রয়েছে এই বিল্ডিং। পৌরসভার কাছে যেতে।তবে ওখানকার স্থানীয় ব‍্যাবসায়ীরা পৌরসভার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেও কনো সুরাহা পায়নি ।


অবশেষে ফের এদিন সোমবার সকালে সেই বিল্ডিংয়ের চাঙ্গর ভেঙ্গে রাস্তার উপর পরে তবে এবার অল্পের জন‍্য রক্ষা পেলো পথচলতি মানুষজন সহ ব্যবসায়ীরা। এতে ওখানকার স্থানীয় ব‍্যাবসায়ীরা খুব আতঙ্কের মধ‍্যে রয়েছেন।


তবে এবিষয় নিয়ে সাংবাদ মাধ‍্যমের কর্মীরা এদিন পৌরসভার ই.ও অফিসার অমিতকুমার কুমার গুহর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আমাদের টেন্ডার পাশ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি রক্ষনাবেক্ষনের কাজ শুরু হবে।