[BREAKING NEWS] 
এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
Union home minister Amit Shah admitted to AIIMS


AIIMS said Home Minister Amit Shah is "comfortable and is continuing his work from hospital"


সংবাদ একলব্যঃ 

সারা দেশে দাপিয়ে বেড়ানো মারণ রোগ করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।গত ২ আগস্ট কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন । গত সপ্তাহেই করোনাকে হারিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। এবার ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 


সূত্রের খবর, বুকে সংক্রমণ, শ্বাসকষ্ট অনুভব করায় গতকাল রাতে দিল্লির এইমসে ভর্তি হন অমিত শাহ। গায়ে ব্যথা ও দুর্বলতাও রয়েছে। এইমস এক বিবৃতিতে বলেছে, পোস্ট কোভিড কেয়ারের জন্য ভর্তি করা হয়েছে অমিত শাহকে।


গত ১৪ অগাস্ট করোনা টেস্ট নেগেটিভ আসার খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন শাহ। তিনি আরও জানিয়েছিলেন, চিকিত্সকদের পরামর্শ মেনে তিনি আরও কয়েকদিন বাড়িতে আইসোলেশনে থাকবেন। 


হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গায়ে ব্যথা ও ক্লান্তি অনুভব করছিলেন তিনি। তিনি ভালো আছেন এবং হাসপাতাল থেকে কাজ করছেন।