গনেশ মূর্তি বানানোর বায়না পেল মৃৎশিল্পীরা, পরিবারে খুশির হাওয়া শিল্পীদের পরিবারে


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: হাতে গোনা আর মাত্র কয়েকদিন। শেষ সময়ে বায়না পেলেন মৃৎশিল্পীরা। ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়া কুমোরটুলিতে। 


গনেশ পুজোর প্রায় পাঁচদিন আগে বায়না পেয়েছেন মৃৎশিল্পীরা। করোনা অতিমারীর মধ্যে সব জায়গা তেই জমায়েত বন্ধ রেখে হবে শুধু নিয়ম রক্ষার পুজো। 

ছোটোখাটো মূর্তি গড়ার বায়না পেয়েছেন শিল্পীরা। রান্টুয়া কুমোরটুলির মৃৎশিল্পী তপন দাস বলেন, "এই করোনা আবহে বাজার খুবই খারাপ। বায়না পেয়েছিলাম না আগে থেকে। অবশেষে পাঁচদিন আগে কাজ পেলাম। তাই তড়িঘড়ি করে কাজ করতে হচ্ছে। জিনিসপত্র দামও খুবই চড়া রয়েছে। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি।"