পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ফাটল, আশঙ্কা প্রকাশ নাসার
পৃথিবীর রক্ষা কবজ সংকটে, এরকমই আশঙ্কা প্রকাশ নাসার l
নাসার গবেষণায় উঠে এসেছে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ফাটল ধরেছে যেটি দুটো লুপে ভেঙে গেছে l
যে চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে রক্ষা করে মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীর ঘূর্ণনে যার প্রভাব অপরিসীম তাকে নিয়ে আশঙ্কা প্রকাশ নাসার l
ইতিমধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) ঘোষণা করেছে গত দুই শত বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি ৯% কমেছে, যেটি খুবই আশঙ্কার ঘটনা বলে মনে করেন বিজ্ঞানীরা l
দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিকে এই ব্যতিক্রম মারাত্মক প্রভাব ফেলতে চলেছে l
বিজ্ঞানীদের আশঙ্কা স্যাটেলাইটগুলিতে এর প্রভাব পড়তে চলেছে ব্যাপক হারে l
সূর্য থেকে আগত তেজস্ক্রিয় রশ্মি গুলো সরাসরি আঘাত হানবে স্যাটেলাইট গুলিতে, এর ফলে স্যাটেলাইট গুলিতে শর্ট সার্কিট হবে এতে এদের কার্যকরী প্রভাব কমে যাবে l
পৃথিবীর উন্নয়ন থমকে যেতে পারে l
টেলি যোগাযোগে এর প্রভাব পড়তে চলেছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊