Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ফাটল, আশঙ্কা প্রকাশ নাসার Dent on Earth’s magnetic field splitting in two, Nasa warns of damage to satellites, navigation

পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ফাটল, আশঙ্কা প্রকাশ নাসার


পৃথিবীর রক্ষা কবজ সংকটে, এরকমই আশঙ্কা প্রকাশ নাসার l

নাসার গবেষণায় উঠে এসেছে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ফাটল ধরেছে যেটি দুটো লুপে ভেঙে গেছে l

যে চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে রক্ষা করে মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীর ঘূর্ণনে যার প্রভাব অপরিসীম তাকে নিয়ে আশঙ্কা প্রকাশ নাসার l


ইতিমধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) ঘোষণা করেছে গত দুই শত বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি ৯% কমেছে, যেটি খুবই আশঙ্কার ঘটনা বলে মনে করেন বিজ্ঞানীরা l

দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিকে এই ব্যতিক্রম মারাত্মক প্রভাব ফেলতে চলেছে l

বিজ্ঞানীদের আশঙ্কা স্যাটেলাইটগুলিতে এর প্রভাব পড়তে চলেছে ব্যাপক হারে l

সূর্য থেকে আগত তেজস্ক্রিয় রশ্মি গুলো সরাসরি আঘাত হানবে স্যাটেলাইট গুলিতে, এর ফলে স্যাটেলাইট গুলিতে শর্ট সার্কিট হবে এতে এদের কার্যকরী প্রভাব কমে যাবে l

পৃথিবীর উন্নয়ন থমকে যেতে পারে l

টেলি যোগাযোগে এর প্রভাব পড়তে চলেছে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code