বিশেষভাবে সক্ষম বয়স্কার পাশে দাঁড়ালো স্বপ্ন সোসাইটি
SER-20, সংবাদ একলব্যঃ বর্তমানে মানবজাতি covid-19 এর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সামাজিক বিধিনিষেধ ও লকডাউনে নানারকম সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের। সবচেয়ে সমস্যায় পড়েছে বিশেষভাবে সক্ষম মানুষরা। তাদের সাহায্যে বরাবরের মতো এগিয়ে এলো 'স্বপ্ন সোসাইটি'।
বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি দের নানাভাবে পরিষেবা প্রদান করে আসছে এই সোসাইটি। আলিপুরদুয়ার পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মৌজবিল মৌজার বাসিন্দা দরিদ্র শুকবালা বর্মন বার্ধক্যের কারণে ঠিকমতো কানে শুনতে পারেননা। তাঁর আবেদনের ভিত্তিতে স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে শুকবালা বর্মনের হাতে একটি কানে শোনার যন্ত্র তুলে দেন স্বপ্ন সোসাইটির শুভাকাঙ্খী বিশ্বজিৎ দাস। তিনি নিজেও একজন বিশেষ ভাবে সক্ষম এবং পথ বিশেষ বিদ্যালয়ের বিশেষ শিক্ষক।
বর্তমান পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পথ বিশেষ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তাপস বর্মন জানান,"লকডাউনে স্বপ্ন সোসাইটির আর্থিক অবস্থা খুবই দুর্বল। তবুও সোসাইটির সামাজিক কাজকর্ম ধারাবাহিক ভাবে করা হচ্ছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊