বিশ্বভারতী কাণ্ডের নিন্দায় করে সমস্ত শিল্পীদের এক হওয়ার অনুরোধ জানালেন গায়ক ও সুরকার কৌস্তভ সেন বরাট
শুভজিৎ দত্তগুপ্ত ,কলকাতা :পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার ঘটনা এবং বিগত সোমবারে পে লোডার এনে ভেঙে দেওয়া হয় নির্মীয়মাণ পাঁচিল নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি,আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ হয়েগেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
বাংলার বুদ্ধিজীবী সমাজথেকে তেমনভাবে কোনো প্রতিক্রিয়া না এলেও ঘটনার নিন্দা করে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন সুরকার কল্যাণ সেন বরাটের পুত্র গায়ক ও সুরকার কৌস্তভ সেন বরাট।
বাংলার সংগীত জগতে যুব সমাজের প্রতিনিধি কৌস্তভ মনে করেন যেকোনো মতানৈক্য আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব কিন্তু কোনো পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ে এই ভাংচুর কাম্য নয় ,এই ঘটনা র ফলে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির প্রতি যে অশ্রদ্ধা করা হয়েছে সেটা রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করা যা কোনো বাঙালির পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।
কৌস্তভের মতে এই ধরণের ঘটনার ক্ষেত্রে দল মত নির্বিশেষে সমগ্র শিল্পী সমাজ যখন নিন্দা করবে তখনই আসবে নতুন ভোর ,সেই নতুনভোরের অপেক্ষা তেই আছেন তাঁর মতো শিল্পীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊