প্রথম আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত মনুবনকুলে
![]() |
The International Buddhist Confederation is hoping to set up a Buddhist university in Tripura shortly |
সুজাতা ঘোষ , বাগডোগরা :
প্রথম আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত মনুবনকুল এলাকায় ।
এই বিশ্ব বিদ্যালয়টি স্থাপনের জন্য ইতোমধ্যে ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দফতরের কাছে ধর্মদীপা ট্রাস্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
ট্রাস্টেরসহ সভাপতি কিমা সারা ভান্তে জানিয়েছেন - এই ট্রাস্টই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটিতে ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ,লাওস, কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও থাকবেন।
এই বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধদর্শনসহ বৌদ্ধদর্শন সংক্রান্ত বিষয়ে পড়াশোনা ও গবেষণা করবে ছাত্র-ছাত্রীরা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা এখানে উচ্চশিক্ষা নিতে পারবেন।
এখন তাঁরা কেজি ওয়ান থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্কুল পরিচালনা করছেন। করোনা মহামারির জন্য অন্যান্য স্কুলের মতো এই স্কুলটি বন্ধ রয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম কিছুটা পিছিয়ে পড়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊