আন্তর্জাতিক ক্রিকেটে একযুগ পূর্তি, কোহলিকে শুভেচ্ছা জানালো BCCI
SANGBAD EKALAVYA:
২০০৮ সালের ১৮ আগস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় ভারতের হয়ে অভিষেক ঘটে এক তরুণের। সেদিন মাত্র ৩৩ বল খেলে ১২ রানে প্যাভিলিয়নে ফিরলেও আজ, তিনি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এই ১২ বছরে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়, অনেকের ধরা-ছোঁয়ার বাইরে। আজ ২০২০ সালে ভারত অধিনায়ক কোহলির ১২ বছর পূর্তিতে শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। BCCI এর তরফে ট্যুইট করে জানিয়েছে,"২০০৮ সালে এই দিনে তরুণ বিরাট কোহলি ভারতের জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিল। তার পরের ঘটনা ইতিহাস।"
On this day in 2008, a young @imVkohli donned the #TeamIndia jersey for the first time and as they say the rest is history.
— BCCI (@BCCI) August 18, 2020
Here's congratulating #TeamIndia Captain on #12YearsOfVirat pic.twitter.com/ietcVCDfrG
প্রথম ম্যাচে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও তার চোদ্দ ম্যাচ পর সেই শ্রীলংকার বিরুদ্ধেই বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৭০ টি সেঞ্চুরি। টেস্ট, টি-২০ ও একদিনের ম্যাচ ,মিলিয়ে মোট আন্তর্জাতিক রান প্রায় ২২,০০০। এছাড়াও এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊