বানরের আক্রমণের ভয়ে দিন কাটছে গঙ্গাজলঘাঁটি ও কুমিরার বাসিন্দাদের
SER-23,বাঁকুড়া, ১৭ আগস্ট :
জঙ্গলমহলে গজরাজের দাপিয়ে বেড়ানোর কথা প্রায়শয় শোনা গেলেও এবার নতুন করে বানর আতঙ্ক ছাড়ল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির হসপিটাল কলোনী এবং কুমিরা গ্রামে ।
কুমিরা গ্রামবাসীদের থেকে জানা যায়, প্রায় সাত আট দিন আগে গ্রামে একটি বানর আসে ও চারিদিকে দাপিয়ে বেড়াতে থাকে । এবং আচমকা এক প্রতীবেশীর বাড়িতে হানা দেয় বানরটি । এবং সেখানে একই পরিবারের সাড়ে'তিন বছর ও সাত বছরের দুই শিশুর পায়ে কামড় দেয় বানরটি । তারপর কুমিরার গ্রামবাসীরা মিলে পাকড়াও করে জাল বন্দী করে ধরে ফেলে বানরটিকে এবং শেষমেষ তারা স্থানীয় এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসে বানরটিকে । এবং গ্রাম জুড়ে ছড়িয়েছে বানর আতঙ্ক ।
JOIN OUR WHATSAPP GROUP FOR NEWS: CLICK
অন্যদিকে আবার গঙ্গাজলঘাঁটির ময়দান সংলগ্ন হসপিটাল কলোনীতে ফের তান্ডব চালায় বানরটি,এবং সেখানেও সাত বছরের এক শিশুর পায়ে কামড় দেয় বানরটি। গঙ্গাজলঘাঁটিতে বানরের আক্রমণে আক্রান্তের মা পূজা পট্টনায়ক জানান, গতকাল বিকেলে তার মেয়ে মাঠে খেলা করছিল সেই সময় আচমকাই আক্রমণ করে একটি বানর এবং তার পায়ে কামড় দিয়ে চম্পট দেয় বানরটি। আমারা বানরের আক্রমণের ভয়ে খুবই আতঙ্কের মধ্যে রয়েছি । গঙ্গাজলঘাঁটি হসপিটাল কলোনী এবং কুমিরার বাসিন্দাদের দাবি, শীগ্রই যেন বনদপ্তরের কর্মীরা বানরটি উদ্ধার করে নিয়ে যায় । এবং তাহলে আমরা আতঙ্ক মুক্ত হই ।
'সংবাদ একলব্য' তরফে গঙ্গাজলঘাঁটি বনবিভাগের সাথে যোগাযোগ করা হলে বিট অফিসার বানরের আক্রমণের ঘটনা স্বীকার করে নেন এবং বানরটিকে খাঁচা বন্দী করার আশ্বাস দেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊