রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করল  রিপাবলিকান পার্টি 

Republican party announces official renomination of Donald Trump for President of US

webdesk: 

সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে জো বিডেনের সঙ্গে লড়াইয়ে রিপাবলিকান পার্টি আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করল । সোমবার GOP কনভেনশনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে লড়াইয়ে শামিল হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়ে যান তিনি। পাশাপাশি, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মাইক পেঞ্চ এর নাম ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। 


এবারের নির্বাচনের প্রচার চালু করে দিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে ভারতকে বারেবারে তুলে ধরছেন ট্রাম্প। পাশাপাশি জো বিডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উঠে আসছে। তাছাড়াও, এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস তুলে ধরছেন ভারতে কাটানো ছেলে বেলার কথা। অন্যদিকে মোদি ম্যাজিকেই কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। তুলে ধরা হচ্ছে নমস্তে ট্রাম্পের ভিডিও।