প্রতিভার সন্ধানে সংগীত শিল্পী রাজদীপ বর্মন
শুভাশিস দাশ
শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর টান । লেখাপড়ার পাঠ নেবার পাশাপাশি সংগীতের তালিম নেয়াও চলতে থাকে রাজদীপের । সংগীত শিল্পী অসিত অধিকারীর কাছে প্রথম পাঠ নেয়া সংগীতের । অবশ্য সারেগামার হাতে খড়ি বাবা মা র কাছেই ।
এই বয়সেই সংগীত জগতে বেশ আলোড়ন ফেলে দিয়েছে রাজদীপ ।
তবলা শিল্পী অরূপ দেবশর্মা তাঁর সংগীত সাধনার অন্যতম পথ প্রদর্শক ।
এই মুহুর্তে রাজদীপ শিল্পী বিপ্লব দেবের কাছে গানের তালিম নিচ্ছে ।
আধুনিক সহ গানের অন্যান্য শাখাতে তার অবাধ বিচরণ ।
রাজদীপ গান নিয়ে এগিয়ে যাক এই কামনা আমাদেরও ।
রাজদীপ বর্মন
বয়স ১৫
ফেসবুক Raj barman
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊