বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই বিরক্ত হচ্ছে-রাজু বন্দ্যোপাধ্যায় 


কাজল দে, ধুপগুড়িঃ 

"মুখ পুরেছে মমতার,বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই বিরক্ত হচ্ছে।২০২১ শে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত" ধূপগুড়িতে দলীয় কর্মিসভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।


ধূপগুড়ি বিধানসভা এলাকায় মঙ্গলবার ধূপগুড়ি শহরের পান ব্যাবসায়ী ভবনে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতিতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত এলাকার কর্মীরা মূলত এদিনের এই সভায় যোগদান করেন।

এদিনের সভা থেকে ধূপগুড়ি শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পাচ শতাধিক মানুষ রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিলেন একদা SFI এর দাপুটে নেতা ও পরবর্তীতে তৃণমূলে যোগদান কারী নেতা মন্টু রায় এছাড়া ধূপগুড়ি কলেজের বেশ কয়েকজন অধ্যাপক ।

এছাড়াও প্রচুর যুব কর্মীরাও এদিন যোগদান করেন।বিধানসভা ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে বলেই মনে করা হচ্ছে।