পূর্ব বর্ধমান জেলা আদালতের এজলাসে পালন করা হলো বর্ষিয়ান আইনজীবী সমীর রায়ের স্মরণ সভা।

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

গত ৪ঠা আগস্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান বর্ধমান জেলা আদালতের প্রবীন আইনজীবী তথা বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার সমীর রায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সমীর রায় একদিকে যেমন দক্ষ রাজনীতিবিদ ছিলেন ঠিক তেমনই ছিলেন দক্ষ আইনজীবী। সমাজ সেবক হিসেবেও কোন খামতি দেখাযায়নি সমীর রায়কে। তিনি দীর্ঘদিন বর্ধমান জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। অতি স্বল্প খরচেও অল্প সময়ের মধ্যে জটিল কেসের সমাধান করেছেন বলে শোনাযায় বর্ধমান আদালত চত্বরে থাকা কিছু মানুষের কাছ থেকে।


বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি সদন তা বলেন দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকার কারণে বর্ষিয়ান আইনজীবী সমীর রায়ের স্মরণ সভা করা হয়নি। বর্ধমান বার এসোসিয়েশন পরম্পরা মেনে মাননীয় জেলা আদালতের এজলাসে প্রবীন আইনজীবী সমীর রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সদন তা বলেন সমীর দা বিভিন্ন খেলা ধুলার সাথে যুক্ত ছিলেন।সমীর দা রুচি বান আর্দশ রাজনৈতিক ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন।সমীর রায়ের অকাল মৃত্যুতে শোকাহত গোটা আইনজীবী মহল।