কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছেনা,অভিযোগ সিপিএম এর


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে করোনা রোগীর চিকিৎসা হচ্ছেনা, এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সিপিআইএম এর কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার।পাশাপাশি আরো ১৪ দফা দাবী রাখেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি।


অমল বাবু বলেন করোনা পরিস্থিতি গোটা রাজ্যে একটা সাংঘাতিক রুপ নিয়েছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আমাদের জেলাতে মারাযাচ্ছেন ডাক্তার, নার্স,ওষুধ রিপেজেনটিভ,সাধারন মানুষ।কভিড আক্রান্তর বাড়ি বাঁশ দিয়ে ঘিরে রাখা হচ্ছে, কিন্তু রোগীর কোন চিকিৎসা হচ্ছেনা।রোগীর পরিবারকে বাজার ঘাট, ওষুধ সরবরাহ করা হচ্ছে না। হোম আইসোলসনে থাকা ব্যক্তিদের চিকিৎসা হচ্ছেনা।রোগীর বাড়িটা শুধু সেনিটাইজার করা হচ্ছে পাশাপাশি বাড়ি গুলো সেনিটিইজার করা হচ্ছে না ফলে করোনা আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করাহয়েছে।জেলাশাসক বিষয় গুলো গুরুত্ব সহকারে শোনেন বলে জানান রাজ্য সম্পাদক ।


করোনা একটি মারাত্মক গনতান্ত্রিক,এরকম গনতান্ত্রিক আর কেউ নেই। প্রাক্তন রাষ্ট্রপতি থেকে শুরু করে নেতা মন্ত্রী,সাধারন মানুষ কাউকে ছেড়ে কথা বলে না। করোনার জন্যে সবথেকে বেশী আতঙ্কিত সাধারণ মানুষ।হাসপাতালে চিকিৎসা হচ্ছেনা,রাস্তায় মরে পরে থাকছে তাকে তোলার ব্যবস্থা হচ্ছেনা।এই পরিস্থিতিতে যাতে আমরা সকলে মানুষের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি, যাতে বিপদের সময় সকলে ছুটেআসে।সেই বর্তা দেন অমল বাবু। 


তিনি আরো বলেন রোগীকে ঘৃণা করানা,সবাই মিলে যাতে হাত লাগিয়ে একটা কোভিড প্রেসেন্টকে বাঁচানোর জন্য সকলকে তৎপর হতে হবে।শুধু প্রশাসনের না আমাদেরও একটা সামাজিক দায়িত্ব আছে।