সকলের জন্য খাদ্য,কাজ, চিকিৎসার সুব্যবস্থা  সহ ১৬ দফা দাবিতে  বিক্ষোভ দেখালেন সিপিআই (এম) ডাবগ্রাম ২ এরিয়া কমিটির

সুজাতা ঘোষ , বাগডোগরাঃ

সকলের জন্য খাদ্য,কাজ, চিকিৎসার সুব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার , বেকার ভাতা সহ ১৬ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অঙ্গ হিসেবে সিপিআই (এম) ডাবগ্রাম ২ এরিয়া কমিটির উদ্যোগে হায়দরপাড়া বাজারে বিক্ষোভ দেখালেন এই কমিটির সদস্যরা।

বামপন্থীদের দাবি রাজ্যের একাধিক পুরসভা শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি পুরসভা টিকিয়ে রেখেছে বাম শিবির। কিন্তু অভিযোগ একাধিক বিষয়ে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি পৌরসভা। তাই গণেশ পূজায় ১৬ দফা দাবি নিয়ে শিলিগুড়ি রাজপথে কমিউনিস্ট পার্টি।


এদিন শিলিগুড়ির বামপন্থী ১ ও ২ নম্বর এরিয়া কমিটির তরফে শিলিগুড়ির সেবক মোড়েও বিক্ষোভ আন্দোলনে সামিল হয় বামপন্থী নেতা ও কর্মীরা। দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার জানান, করোনার সময়ে আমাদের মূল দাবি হল, 'জীবন বাঁচাও জীবিকা বাঁচাও'। শুধু এখানেই নয় গোটা দেশে, রাজ্যে বামপন্থীদের তরফে সপ্তাহ ব্যাপি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, সেই ডাকেই সাড়া দিয়ে গতকাল বিক্ষোভ দেখালেন সিপিআই (এম) ডাবগ্রাম ২ এরিয়া কমিটি সদস্যরা।