Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আমাদের বিপদে আপনারাই ভরসা', নারীদের 'মা দুর্গা'র সঙ্গে তুলনা মন্ত্রী উদয়ন গুহের

বুড়িরহাটে তৃণমূলের বিশাল মহিলা সম্মেলন, নারীদের 'মা দুর্গা'র সঙ্গে তুলনা মন্ত্রী উদয়ন গুহের

Udayan Guha, TMC Women Conference, Burirhat news, Cooch Behar politics, Trinamool Congress, North Bengal Development Minister, Mahila Sammelan, Lok Sabha Election, women empowerment, Dinhata TMC, Abdul Sattar, উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস, মহিলা সম্মেলন, বুড়িরহাট, কোচবিহার, মা দুর্গা, লোকসভা নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, বুড়িরহাট: গতকাল অর্থাৎ রবিবার, কোচবিহার জেলার বুড়িরহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। লোকসভা নির্বাচনের আগে এই সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ নারীদের শক্তির আধার হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, "আপনারাই মা দুর্গা, আপনারাই মা কালী। আমাদের বিপদে আপনারাই ভরসা।"। পারিবারিক জীবনে নারীর গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, পুরুষরা যখন বিপথে চালিত হয়, তখন বাড়ির গিন্নিই তাদের সঠিক পথ দেখান। তাঁর কথায়, "যে পুরুষ বাড়িতে গিন্নির উপদেশ মেনে চলে, তার জীবনে কখনও অশান্তি বা খারাপ কিছু হতে পারে না—এই বিশ্বাস আমি করি।"।

Udayan Guha, TMC Women Conference, Burirhat news, Cooch Behar politics, Trinamool Congress, North Bengal Development Minister, Mahila Sammelan, Lok Sabha Election, women empowerment, Dinhata TMC, Abdul Sattar, উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস, মহিলা সম্মেলন, বুড়িরহাট, কোচবিহার, মা দুর্গা, লোকসভা নির্বাচন

সম্মেলনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায় ছিল অটুট আত্মবিশ্বাস। দিনহাটা ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল সাত্তার সংবাদমাধ্যমকে জানান, বুড়িরহাট ১ নং অঞ্চলে বিরোধীদের, বিশেষ করে বিজেপির, কোনো অস্তিত্ব নেই। সেইসাথে তিনি এতো বিরাট সংখ্যক মহিলার উপস্থিতি চ্যালেঞ্জ করে বলেন, যদি এই অঞ্চলের বাইরে কোনো একজন মহিলাও এখানে উপস্থিত থেকে থাকে এবং তার সপক্ষে প্রমাণ দিতে পারেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

এদিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীর বক্তব্য শুনতে এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে প্রচুর সংখ্যক সাধারণ মহিলা ভিড় জমিয়েছিলেন। মঞ্চে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, দিনহাটা দুই নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য , শিক্ষক নেতা অতুল চন্দ্র দাস সহ দলের অন্যান্য বিশিষ্ট জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code