মধ্যখট্টিমারি তে ভাই ভাই এর জমির সিমানা  নিয়ে মারপিট

কাজল দে, সংবাদ একলব্য: জমির সিমনা ঠিক করা নিয়ে দুই ভাই এর  পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ অনেক দিন ধরে লেগেই ছিল। আজ সকালে সেই পুরনো দন্দ কে কেন্দ্র করে সুবারাম রায়,বয়স ৪৯,পিতার নাম মতিলাল রায় এর সাথে মহেন রায় , বয়স  ৪৫ ,পিতার নাম মতিলাল রায়  এর মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়।আরও পড়ুনঃ নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম

শুরু হয় ভাই ভাই এর মধ্যে হাতাহাতি । পরিস্তিতি সামলাতে প্রতিবেশী আসে কিন্তু তাদের দ্বন্ধ সামলাতে না পেরে পাড়ার লোক গ্রামীন পুলিশ  কে ফোন করে। গ্রামীন পুলিশ  এর ত্বতাবোধনে ধুপগুড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।জানা যায় দুই পক্ষের মধ্যে পাথর নিক্ষেপ করার ফলে সুবারাম ও তার ছেলের মাথা ফেটে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো বিষয়টি নিশ্চিত ভাবে খতিয়ে দেখা হবে এমনটাই জানান ধুপগুড়ি পুলিশ।