Dhoni's emotional letter to the Prime Minister about retirement

অবসর নিয়ে ধোনিকে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রীর, জবাবে ট্যুইট ধোনির

SANGBAD EKALAVYA:

গত ১৫ আগস্ট ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ১৩০ কোটি ভারতবাসীকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন তিনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে একটি ছোট ভিডিও শেয়ার করে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন।  আর হঠাৎ অবসর মেনে নিতে পারেনি দেশ থেকে বিদেশে ছড়িয়ে থাকা অগণিত ধোনিভক্ত। ক্রিকেট তারকা, ফিল্মস্টার থেকে রাজনীতিক, ক্য়াপ্টেন কুলকে নিয়ে আবেগের জোয়ারে গা ভাসাননি এমন কেউ নেই। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালেন ধোনিকে। 


বুধবার দু'পাতার চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন,"আপনার নিজস্ব ট্রেডমার্ক ও অদম্য স্টাইলে যে ভিডিওটি আপনি শেয়ার করেছেন তা পুরো দেশের কাছে অনুরাগের ও আলোচনার বিষয় হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল। আপনার বিদায়ে ১৩০ কোটির দেশ হতাশ ও ব্যথিত। কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সকলে চিরকাল কৃতজ্ঞ থাকবে।"


তিনি আরো বলেছেন,"আপনি যে ভঙ্গিতে কঠিন পরিস্থিতিতে প্রতিটা ম্যাচ বের করে নিতেন বিশেষ করে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল জেতানোর মুহূর্ত চিরকাল আপামর ভারতবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু শুধুমাত্র কেরিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এমএস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।"



জবাবে ধোনি ট্যুইট কররে লিখেছেন,"এক জন শিল্পী, সৈনিক অথবা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাঁদের কঠোর শ্রম আর আত্মত্যাগ প্রত্যেকের নজরে আসছে এবং তার মূল্যায়‌ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।