Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী ৫ বছরে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পাবে: ICMR Report




আগামী ৫ বছরে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পাবে: ICMR Report


করোনা সংক্রমনের সাথে লাগাতার লড়াই করেই চলছে দেশ। দিনের পর দিন বেড়েই চলছে করোনা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে সরকার। এর মাঝেই সামনে এল আরো এক চাঞ্চল‍্যকর তথ‍্য। আগামী ৫ বছরে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পাবে। এমনটাই জানাচ্ছে আইসিএমআর বা ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট। ২০২৫ সালের মধ্যে প্রায় ১৫ লক্ষ মানুষ এতে আক্রান্ত হতে চলেছেন।




রিপোর্ট বলছে, চলতি বছরে তামাকজাত দ্রব‍্য সেবনে ক‍্যানসারের শিকার ২৭ শতাংশ রোগী। পাশাপাশি, ক্যান্সারে আক্রান্ত রোগীর সিংহভাগ উত্তর-পূর্ব ভারতের। পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, খাদ্যনালী, মুখ ও পাকস্থলীর ক্যান্সার বেশি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে স্তন ও জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। 




আইসিএমআর ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিকস যৌথভাবে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট ২০২০ প্রকাশ করেছে। বিভিন্ন ধরনের ক্যান্সারের গতিপ্রকৃতি, মৃত্যু-হার এমনকি ভারতে চিকিৎসা ব‍্যবস্থার কথা উল্লেখ রয়েছে রিপোর্টে। 




সমীক্ষা জানাচ্ছে, চলতি বছরে নতুন করে ৬,৭৯,৪২১ জন পুরুষ আক্রান্ত হতে পারেন ক্যান্সারে। ২০২৫ সালে সেটা পৌঁছতে পারে ৭,৬৩,৫৭৫-এ। মহিলাদের ক্ষেত্রে এ বছরে আক্রান্ত হতে পারেন ৭,১২,৭৫৮জন। আগামী পাঁচ বছরের মধ্যে তা ৮,০৬,২১৮ জন হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code