পঞ্চম দফায় মিড-ডে-মিলের তারিখ পরিবর্তন- দেখে নিন নতুন সময় সূচী
Sangbad Ekalavya:
স্কুল কলেজে কবে থেকে পঠন পাঠন শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা l স্কুলের ক্ষুদে পড়ুয়ারা যাতে তাঁদের মিড ডে মিলের (mid day meal)নির্ধারিত খাদ্য পায় সেক্ষেত্রে সরকার বিশেষ ভাবে স্বচেষ্ট l
বিভিন্ন দফায় চাল, আলু, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে অভিভাবকদের হাতে l এবার পঞ্চম দফায় খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ পৌঁছে গেছে বিভিন্ন জেলায় l অগাস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই বিতরণ l তবে কোচবিহার জেলায় পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তন করা হয়েছে।
প্রথমে বলা হয়েছিলো কোচবিহার জেলায় ৪ এবং ৫ তারিখ স্কুল স্যানিটাইজ করতে হবে এবং ৬ তারিখ প্রথম এবং পঞ্চম শ্রেণি, ৭ তারিখ দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণি, ৮ তারিখ তৃতীয় এবং সপ্তম শ্রেণি, ৯ তারিখ চতুর্থ এবং অষ্টম শ্রেণিকে মিড-ডে-মিলের সামগ্রী প্রদান করা হবে।
তবে নতুন ঘোষণায় বলা হয়েছে - ৭ তারিখ প্রথম এবং পঞ্চম শ্রেণি, ৯ তারিখ দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণি, ১০ তারিখ তৃতীয় এবং সপ্তম শ্রেণি, ১২ তারিখ চতুর্থ এবং অষ্টম শ্রেণিকে মিড-ডে-মিলের সামগ্রী প্রদান করা হবে।
মিড ডে মিলের (mid day meal)খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ৬ অগাস্টের মধ্যে স্কুলগুলিতে যাতে খাদ্য সামগ্রী পৌঁছে যায় সে দিকে বিশেষ নজর দিতে l
খাদ্য সামগ্রী বিতরণে যাতে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহার করা হয় এই বিষয়ে বিশেষ নজর রাখার নির্দেশ রয়েছে l
শুধু মাত্র অভিভাবকদের স্কুলে আসার নির্দেশ রয়েছে কোনো পড়ুয়া যাতে এই বিতরণে উপস্থিত না থাকে সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সজাগ থাকতে বলা হয়েছে l ৪ তারিখের মধ্যে অভিভাবকদের কাছে খবর পাঠাতে হবে।
চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন ব্লকে সময় মত খাদ্য সামগ্রী না পৌঁছানোর জন্য বিভিন্ন স্থানে অসন্তোষ দেখা যায়, এই দফায় যাতে সময় মত খাদ্য সামগ্রী স্কুলগুলিতে পৌঁছে যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊