Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা অতিমারী পরিস্থিতিতে দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের বই দিয়ে পাশে দাঁড়াল AIDSO

করোনা অতিমারী পরিস্থিতিতে দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের বই দিয়ে পাশে দাঁড়াল AIDSO


Mriganka Sarkar, Sangbad Ekalavya: 

করোনা অতিমারীতে মানুষের দুর্দশার অন্ত নেই । তার ওপর লক ডাউনের ফলে গরীব খেটে খাওয়া মানুষেরা চরম সংকটের মুখে পড়েছে। এছাড়া স্কুল কলেজগুলোতে ভর্তির ফিস নিয়েও কপালে চিন্তার ভাঁজ। ফলে অসংখ্য গরীব পরিবারের ছেলে মেয়ের পড়াশুনার খরচ চালাবে কী করে সে নিয়ে দুশ্চিন্তায়।

এই দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে আজ AIDSO দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে কার্যালয়ের সামনে বিজ্ঞান  বিভাগ ও কলা বিভাগের ২০ জন ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্য ও সহায়িকা ইত্যাদি বইগুলো তুলে দেওয়া  হয়। 

AIDSO দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে কমরেড তাপসী বর্মন বলেন করোনা অতিমারী পরিস্থিতিতে দুস্থ পরিবারের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে বই কিনতে না পাড়ায় পড়াশুনায় যেন কোন অসুবিধা না হয় তার জন‍্যই আমাদের এই উদ‍্যোগ। সংগঠনের পক্ষ থেকে জানায় এই শিক্ষাবর্ষেই আরও কিছু ছাত্র-ছাত্রীদের আবার বই দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code