গত ১৪ দিনে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ অমিত শাহের সংস্পর্শে এসেছিলেন বাংলার একাধিক নেতাও 

করোনায় আক্রান্ত অমিত শাহ। বুধবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন অমিত শাহ। ছিলেন প্রধানমন্ত্রীও। যদিও সামাজিক দূরত্ব মেনেই হয় মন্ত্রিসভার বৈঠক। শাহের একদিকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর একদিকে রাজনাথ সিংহ। ২২ জুলাই আডবাণীর সঙ্গেও সাক্ষাৎ হয় অমিতের। ‍‍

‘সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং টেস্ট করান’, আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ট্যুইট অমিত শাহের। 

অমিত শাহ ২৯ শে জুলাই প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন; উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী  রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, সহ মোদীর মন্ত্রিসভার বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মন্ত্রী নিতিন গডকরিও উপস্থিত ছিলেন। মোদীর ২৯ জুলাই এর ট্যুইটেই তা স্পষ্ট। 

গত ১৪ দিনে বাবুল সুপ্রিয় ও স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক সহ বাংলার একাধিক বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ হয় অমিত শাহের। সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। দেখা করেন জাভড়েকর, গজেন্দ্র সিংহ শেখাওয়াতও।

জানা গেছে, রাজ্যপাল জগদীপ ধনকড় অমিত শাহের সাথে সাক্ষাতের পরে করোনা রিপোর্ট করান। রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে, বাংলার অন্যান্যরা হোম আইসোলেশনে রয়েছেন বলেই জানা গেছে।