পূর্ব লাদাখের গালওয়ানে গত ১৫ জুন ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ এর পর থেকেই সীমান্তে উত্তেজনা তুঙ্গে৷ আলোচনার মাধ্যমে দুই দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও সামরিক দিক দিয়ে সীমান্তে চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে দু' পক্ষই৷
দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে ১০০০ বেডের এই অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে৷ সেখানে ২৫০টি আইসিইউ বেড রয়েছে৷ মাত্র ১১ দিনের মধ্যে তৈরি করা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যান এ দিন৷
সেখানেই চিন সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'আমরা যে কোনও ক্ষেত্রে লড়াইয়ের জন্য প্রস্তুত৷ সীমান্ত হোক অথবা হাসপাতাল, ভারত কখনও প্রস্তুতিতে পিছিয়ে থাকে না৷' এমনই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊