রাশিয়াকে টপকে করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত। 


মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যলয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনা আক্রান্ত ৬.৮ লক্ষ। সেখানে ভারতে করোনা আক্রান্ত ৬.৯ লক্ষ। 


এক্ষেত্রে ভারতের আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষেরও বেশি। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। ভারতে যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে, তাতে উদ্বেগ ছড়াচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার জন। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে এটি রেকর্ড। 


ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৬৮। তবে আশার কথা, সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৭৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৬ জন। গোটা দেশে সংক্রমণ-মুক্ত ৪ লক্ষ ৯ হাজার ৮৩ জন।

(রবিবার সন্ধ্যায় পাওয়া শেষ খবর অনুসারে।)